পূজা চেরি রায় একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে।
একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন। আজ ২০ আগস্ট পূজা চেরীর জন্মদিন। শনিবার দিবাগত রাত ১২টার পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। ২২ বসন্ত পেরিয়ে ২৩-এ পা রাখলেন অভিনেত্রী পূজা চেরি।
২০০০ সালের আজকের এই দিনে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। পূজা বলেন, রাত ১২টার পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় পাচ্ছি। ঘরোয়াভাবেই কাটবে জন্মদিন। রাতে পরিবার নিয়ে একটি কেক কেটেছি। তবে আমার একবার ইচ্ছে আছে বড় আয়োজন করে জন্মদিন পালন করার।
পূজা শিশুশিল্পী হিসেবে ভালোবাসার রঙ (২০১২), তবুও ভালোবাসি (২০১৩), অগ্নি (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করেছেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে পূজার প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয়। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত আদৃত।
তার দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামন ২। নবাগত পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত সিয়াম আহমেদ।একই বছরের নভেম্বরের শেষের দিকে দহন চলচ্চিত্রে রাফী-সিয়াম-পূজা জুটিকে পুনরায় একত্রে দেখা যায়।
২০১৯ প্রেম আমার টু অপূর্বা বিদুলা ভট্টাচার্য্য, ২০২০ শান ঘোষিত হবে এম এ রাহিম । জ্বীন মোনালিসা নাদের চৌধুরী পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা । ২০১৯ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (তারকা জরিপ) পোড়ামন ২ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) মনোনীত, শ্রেষ্ঠ নবাগত মনোনীত।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ