বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। নিজের অভিনয় আর সৌন্দর্য দিয়ে দর্শকদের মাতিয়ে যাচ্ছেন তিনি। অভিনয় এবং নৃত্যের সাফল্য অনুসরণ করে এবার তিনি শুরু করলেন নির্মাণ।
সম্প্রতি ‘কিউ কারু ফিকার’ শিরোনামে একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি ভিডিওতেও দেখা যাবে তাঁকে। গানটি গেয়েছেন নিখিতা গান্ধী এবং সুর করেছেন বৈভব পানি। গানের কথা লিখেছেন বায়ু।
মিউজিক ভিডিওটির পোস্টার প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিশা লিখেছেন, যে জিনিসগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তা ছেড়ে দেওয়াই ভালো। ‘কিউ কারু ফিকার’-এর পোস্টার শেয়ার করছি। বুধবার প্লে ডিএমএফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।
দিশার শেয়ার করা পোস্টারে দেখা যাচ্ছে, ছবিতে ফিরোজা নীল টপের সঙ্গে ডেনিম শর্টস পরে দিশা উদাসীন দৃষ্টিতে সমুদ্রসৈকতের প্রশান্তিময় ঢেউ উপভোগ করছেন। মিউজিক ভিডিওর পোস্টারটি প্রকাশের সঙ্গে সঙ্গে মন্তব্য বিভাগটি অভিনন্দন বার্তায় ভরে গেছে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ