patrika71
ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

শুভ জন্মদিন দর্শনা বণিক

বিনোদন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৩ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

দর্শনা বণিক একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী।তিনি মূলত বাংলা ও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তিনি একজন মডেল।তিনি তার কর্মজীবন শুরু করেন বিভিন্ন ব্র্যান্ড যেমন কালার্স‌, ভোডাফোন, এবং বোরোলিন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে।

দর্শনা বণিক ১৯৯৪ সালে ১৫ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন।তিনি কলকাতার বিধাননগর মিউনিসিপাল স্কুলে পড়েন।এরপর তিনি পূর্ব কলকাতা গার্লস কলেজ থেকে স্নাতক ডিগ্রি এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি যখন ছাত্রী ছিলেন তখন থেকেই মডেলিং শুরু করেছিলেন।

আজ তার জন্মদিন এরই মাঝে ২৮ পূর্ণ করে তিনি ২৯-এ পা দিতে চলেছেন মঙ্গলবার ৷ জন্মদিনের সেলিব্রশন শুরু হয়ে গেল সোমবার থেকেই ৷ এদিন ইনস্টা স্টোরিতে নায়িকা শেয়ার করেছেন কেক কাটার ভিডিয়ো ৷ জিমে বেশকিছু বন্ধুদের সঙ্গে চকোলেট কেক নিয়ে জন্মদিনের আনন্দে মেতে উঠেছেন তিনি ৷ এদিন সেই ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, অ্যাডভান্স সেলিব্রেশন ৷ ধন্যবাদ সকলকে ৷

অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি জোজোতে প্রথম অভিনয় করেন দর্শনা। এর পরেই অরিন্দম শীলের পরিচালনায় আসছে আবার শবরে অভিনয় করেন দর্শনা। শুধু বাংলা ছবিই নয় তেলুগু ছবি আতাগাল্লু-তে অভিনয় করেছেন দর্শনা। এর পরেই কমলেশ্বর মুখোপাধ্য়ায়ের ছবি মুখোমুখিতে অভিনয় করেন তিনি। এর পরে অয়ন চক্রবর্তীর ষড়রিপু ২- জতুগৃহ ছবিতে কাজ করেন তিনি।

মাঝে মাঝে তব দেখা পাই – রবীন্দ্রনাথের এই গানটিতে অর্জুন চক্রবর্তীর সাথে তার একটি মিউজিক ভিডিও ২০২০ সালের ২ অক্টোবর বের হয়।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ