টলিউড জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক। সোমবার (১৪ আগস্ট) ছিল এই তারকা পুত্রের ২১তম জন্মদিন। আর এই জন্মদিনে বিদেশে গিয়ে অন্তরঙ্গ সময় কাটালেন ঝিনুক। তার এই ট্রিপে ছিল তার প্রেমিকাও।
আর এদিন দুজনকে একসাথে সুইমিং পুলে উষ্ণ সময় কাটাতে দেখা যায়। পাশাপাশি, জন্মদিনে চকোলেট কেক কেটেও চলে সেলিব্রেশন। আর তাদের এই উদযাপন হল থাইল্যান্ডের মাটিতেই। সম্প্রতি এই ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে মাখোমাখো প্রেমে হাবুডুবু খেতে দেখা গেছে দুজনকেই।
এদিন ঝিনুককে দারুণ সারপ্রাইজ উপহার দিয়েছেন প্রেমিকা। প্রেমিকের পছন্দের চকলেট কেক কেটে উদযাপন করেছেন জন্মদিন। এরপর সুইমিং পুলে একসঙ্গে দেখা গেছে দুজনকে।
বয়স ১৮-এর গণ্ডি পার করার আগেই মডেল খ্যাতি লাভ করেছেন দামিনী। বহুদিন ধরেই শ্রাবন্তী পুত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সুযোগ পেলেই বিভিন্ন স্থানে অবকাশ যাপনে চলে যান এই জুটি।
মাঝেমধ্যেই ছেলে আর হবু বউমার সঙ্গে পার্টি করতে দেখা যায় শ্রাবন্তীকে। ছেলের প্রেম সম্পর্কে সম্পূর্ণ সায় রয়েছে তার। বিভিন্ন সময় একত্রে ঘুরে বেড়ান তিনজনে।
প্রসঙ্গত, শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের কাছেই বেড়ে উঠেছেন তিনি। মা-ছেলের বোঝাপড়াটাও বেশ দারুণ।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ