ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দিলেন । গত বুধবার (৯ আগস্ট) রাতে ঢাকা ছাড়েন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অভিনেতা। তিনি লিখেন, আসসালামু আলাইকুম। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি। দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।
এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন। চিকিৎসা শেষে শিগগির দেশে ফেরার প্রার্থনা করেছেন অনেকেই।
এর আগে, গত ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় ডিপজলের। এবার রুটিন চেকআপ নাকি অন্যকোনো সমস্যার কারণে সিঙ্গাপুর গেলেন সে বিষয়ে অবশ্য খোলাসা করেননি অভিনেতা।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ