ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। রবিবার বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে অংশ নেন। এমনটা ফেসবুকে নিজেই জানিয়েছেন নায়িকা।
তমা ক্যাপশনে লিখেছেন, তুমি যদি স্বপ্ন দেখ, তবে তুমি এটা করতে পারবে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আনুষ্ঠানিকভাবে আইনে স্নাতক। সকল গ্র্যাজুয়েটদের অভিনন্দন।
সাফল্যের এই দিনে তার সঙ্গে ছিলেন বাবা-মা ও ভাই তথা নায়িকার পুরো পরিবার। অবশ্য অফিসিয়ালি এখন গ্র্যাজুয়েট হলেও তমার স্নাতক সম্পন্ন হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে ২০১৮ সালে।
তমার কথায়, আইন বিষয়ে পড়াশোনা করাটা একটু কঠিনই বটে। তারমধ্যে অভিনয়ের কারণে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে পারতাম না। তবে আমার বন্ধুরা এবং শিক্ষকরা আমাকে এ ব্যাপারে ভীষণ হেল্প করেছেন।
উল্লেখ্য, গেল ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমা এখনো সফলতার সঙ্গে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে চলছে। এতে তমা মির্জার ‘ময়না’ চরিত্রটি দর্শক-সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় তমার বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন আফরান নিশো। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ