এডিস মশাবাহি রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তিন দিন আগে হঠাৎ করেই জ্বর আসে তার, সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা। এরপর পরীক্ষা করা হলে জানতে পারেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত। বর্তমানে অভিনেত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন।
তানিয়া বৃষ্টি বলেন, আমি খুবই অসুস্থ। দুই দিন ধরে প্রচণ্ড জ্বর। প্রথম দিন রাতেই জ্বরের জন্য অনেকটা অচেতন অবস্থা। পরে সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবাই দোয়া করবেন।
তানিয়া বৃষ্টি ঈদের পর থেকে বেশ কিছু নাটক নিয়ে ভক্তদের কাছ থেকে অনেক প্রশংসা পাচ্ছি। জ্বরের মধ্যেও অনেকে ফোন দিয়ে এবারের নাটকগুলোর প্রশংসা করছেন। কেউ কেউ শিডিউল চাচ্ছেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ