তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। এবার তিনি বিলাসবহুল একটি নতুন গাড়ি কিনিছেন! জানাগেছে, মহেশ বাবু গোল্ড কালারের একটি রেঞ্জ রোভার গাড়ি কিনেছেন। গাড়িটির মূল্য ৫ কোটি ৪০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ১১ লাখ টাকার বেশি)।
হায়দরাবাদ শহরের একটি অভিজাত ক্লাবের পার্কিং লটে ওই গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন তিনি। বর্তমানে ভারতে গাড়ির বাজারে সবচেয়ে দামীর গাড়ির মধ্যে উল্লেখযোগ্য, রেঞ্জ রোভার।
সর্বশেষ মহেশ বাবু অভিনীত ‘সরকারু ভারি পাতা’ সিনেমা মুক্তি পায়। পরশুরাম পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন মহেশ বাবু ও কীর্তি সুরেশ। গেল বছরের ১২ মে মুক্তি পায় সিনেমাটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ২৩০ কোটি রুপি।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ