বিয়ের ১১ বছর পর বাবা হলেন দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। মঙ্গলবার (২০ জুন) হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রাম চরণের স্ত্রী উপাসনা।
মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের মেডিক্যাল বুলেটিনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (১৯ জুন) বিকালে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন উপাসনা। আজ ভোর রাতে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। রাম চরণ-উপাসনার এটি প্রথম সন্তান। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি রাম চরণ কিংবা চিরঞ্জীবী।
২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা।২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ