ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুজাতাকে বাড়ি উপহার দিল ঢাকা জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে রাজধানীর বনশ্রী এলাকার একটি ভাড়া বাড়িতে জীবন যাপন করছেন তিনি। স্থায়ী আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তারপর জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের তার আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন।
সেই মোতাবেক ওয়ারীর লালচান মকিম লেনের বাসা নং ৪৩,৪৩/২,৪৩/৩ সম্পত্তি অবৈধ দখলদারদের তুলে দিয়ে অভিনেত্রী সুজাতার হাতে ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ির দখল হস্তান্তর করা হয়।
বাড়ির চাবি হস্তান্তরকালে ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, চিত্রনায়িকা সুজাতা সপরিবারে উপস্থিত ছিলেন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ