বলিউডের অভিনেত্রী সোনালি সেহগাল মুম্বাইয়ের ব্যবসায়ী অশেষ এল সাজনানির সাথে গাঁটছড়া বেঁধেছেন। বুধবার ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীর্ঘদিনের প্রেমিক অশেষ সাজনানির গলায় মালা পরান তিনি।
সোনালি ও সাজনানির বিয়ের অনুষ্ঠানের পর অভিনেত্রী ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, সবর ও শুকর (হাত ভাঁজ করা ইমোজি)। ধৈর্য্য ধারণ করুন।
জানা গেছে, ৫ বছর ধরে সাজনানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সোনালি। বর পেশায় একজন হোটেল ব্যবসায়ী।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ