কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় বরাবরই দারুণ সক্রিয়। অনুরাগীদের সঙ্গে সব সময় শেয়ার করে নেন মনের কথা, রাগ-অনুরাগ-অভিমান। এবার সরাসরি ফেসবুকে বিয়ের প্রস্তাব পেয়ে কিছুটা হতবাক শ্রীলেখা।
মৃণ্ময় চট্টোপাধ্যায় নামে এক অনুরাগী স্পষ্টই শ্রীলেখাকে লিখলেন ‘তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না।
তাই তো বুধবার (৩১ মে) দুপুরে সামাজিকমাধ্যমে শ্রীলেখা মিত্র লেখেন, দেখো তোমরা খোঁজখবর নিয়ে, পাত্র সুবিধার কিনা?
শ্রীলেখার এই পোস্টের নিচে অন্য অনুরাগীরাও নানারকম বুদ্ধি দিয়েছেন অভিনেত্রীকে। কেউ কেউ পাত্রের প্রতি মায়াও দেখিয়েছেন। অনেকে শ্রীলেখাকে বলেছেন, এই বিয়ের একটাই শর্ত, পথপশুদের ভালোবাসতে হবে! অবশ্য বিষয়টিকে নিছক মজার ছলেই দেখছেন শ্রীলেখা মিত্র।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ