ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির স্বামী অভিনেতা শরিফুল রাজের মধ্যরাতে হঠাৎ করেই গোপন ভিডিও ফাঁস হলো। এ অভিনেতার ফেসবুকে দেখা গেল অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ। মুহূর্তেই ভিডিওগুলো নেট দুনিয়ায় ছড়িয়ে যায়। এসব ছবি ও ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গেছে তাদের।
মাত্র ১৭ মিনিটে অভিনেতা শরীফুল রাজের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভাইরাল হয়। যদিও কিছুক্ষণ পরেই তা মুছে ফেলা হয়েছে। যেখানে সেকেন্ডে সেকেন্ডে বদলে যায় দুনিয়া সেখানে ১৭ মিনিট লম্বা এক সফর। হাতে হাতে চলে যায় সবার কাছে ভিডিও ছবি। একাধিক সূত্র থেকে বের হয়ে আসে সেগুলো।
তবে ভিডিও-ছবি নিয়ে বেশ দীর্ঘ এক পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। কিন্তু তার লেখায় নাম না থাকলেও পরীমণির দিকে যে অভিযোগের তির ছুড়ে মেরেছেন, তা আর কারও বোঝার বাকি নেই।
পরীমণি সাংবাদিকদের জানান, ওই মেয়েকে (সুনেরাহ) আমি চিনিই না। ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। তাহলে কেন ও আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে। রাজের ফেসবুক থেকে প্রকাশিত ভিডিওগুলোতে অনেকেই দেখেছেন। ওখানে ওর মুখের ভাষা কেমন ছিল। আর ওরা কি স্বাভাবিক ছিল। এটা কোন ধরনের বন্ধুত্ব? রাজের ফেসবুক হ্যাক হয়নি। এটি করেছে ওই মেয়েই! কারণ, রাজ ঘুমালে তার কোনো হুশ থাকে না। আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম। কিন্তু এটি অনেকের ভালো লাগছে না। তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা। তার কথা ও মাতলামি দেখেছেন? এবার বোঝেন। মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই! বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা। ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই। আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে! আমার মনে হয় ও (সুনেরাহ) আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে একটি পুত্র সন্তান আসছে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ