দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বাংলাদেশ ও কলকাতায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন এই অভিনত্রী। এবার নতুন একটি সিনেমায় যুক্ত হলেন তিনি। বুধবার (২৪ মে) আনুষ্ঠানিক মহরত হলেও সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি।
জানা গেছে, এটি নির্মাণ করছেন বাবা যাদব। যিনি কোরিওগ্রাফার হিসেবে পরিচিত। ফারিয়ার গাওয়া গানগুলোর মিউজিক ভিডিও বানিয়েছেন যাদব। সামাজিকমাধ্যমে মহরতের বেশ কিছু ছবি শেয়ার করেন নুসরাত ফারিয়া। এর ক্যাপশনে তিনি লেখেন, এটা আমার পরবর্তী কাজ।
জানা গেছে, সিনেমাটিতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে নতুন নায়ক সোমরাজ মাইতিকে। যিনি টিভি সিরিয়ালে জনপ্রিয় ছিলেন। তবে এখন সিনেমায় থিতু হওয়ার চেষ্টায় রয়েছেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ