জনপ্রিয় মার্কিন পপ ও রক তারকা টিনা টার্নার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সুইজারল্যান্ডের জুরিখের পার্শ্ববর্তী কুইস্নাচট এলাকায় নিজ বাড়িতে মারা যান টিনা।
তিনি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন শারীরিক অসুস্থতার ভেতর দিয়ে যাচ্ছিলেন। দীর্ঘ দিন ধরে অন্ত্রের ক্যানসারে ভুগছিলেন টিনা। ২০১৬ সালে অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। ২০১৭ সালে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়। গত শতকের ষাটের দশকে স্বামী ইকের সঙ্গে জনপ্রিয়তা পান টিনা। তাঁদের ‘প্রাউড ম্যারি’ ও ‘রিভার ডিপ’ গানগুলো তুমুল শ্রোতৃপ্রিয় হয়েছিল। এরপর আশির দশকজুড়ে টিনা এককভাবে গান গাইতে শুরু করে সফল হন। ওই সময় টিনাকে রক অ্যান্ড রোলের রানি বলা হতো।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ