বলিউড জনপ্রিয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মাত্র ৩২ বছরেই চলে গেলেন তিনি। খবরটি সকলে জানিয়েছেন প্রযোজক জেডি মাজেথিয়া। তিনি নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে খবরটি পোস্ট করেছেন।
প্রযোজক জেডি মাজেথিয়া জানান, দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ভারতে। জীবনের কোনও ভরসা নেই। ও খুব ভালো একজন অভিনেত্রী, আমার খুব কাছের বান্ধবী বৈভবী উপাধ্যায়ের মৃত্যু হয়েছে। যিনি সারাভাই ভার্সেস সারাভাই-এর জেসমিনের চরিত্রে অভিনয় করেছেন। পরিবারের লোকেরা ওকে সকাল ১১ টার দিকে মুম্বই নিয়ে আসবে। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর হবু বর। যাঁর অবস্থা স্থিতিশীল। দুজনের এনগেজমেন্টও হয়ে গিয়েছিল।
বুধবার সকাল ১১ টায় শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ে। অভিনেত্রী কিন্তু সি আই ডি ও আদালতে অংশ নিয়েছিলেন। অভিনেতা দেবেন ভোজানি অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ