ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী কীভাবে গাড়ি-বাড়ির মালিক হয়েছেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
শাকিব খান বলেন, আমিও বুবলীকে অন্ধ বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। একসঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো। হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব? কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কীভাবে কনটিনিউ করা যায় আপনারাই বলুন? ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলী আমার বাসায় আসে। যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সেখানে আমার বাসায় সে আসবে কেন? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেওয়া যায় না। অথচ এর আগে একবার তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। সে মিথ্যা বলে আবার আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করেছে। জীবদ্দশায় আমি তার ছায়াও আর দেখতে চাই না। আমার ধারে-কাছে আসা এবং আমার বাসায় প্রবেশের কোনো অধিকার তার নেই। তার আর কোনো নাটক আমি দেখতে চাই না।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :