দেশের টেলিভিশন ভুবনের নন্দিত মুখ আজিজুল হাকিম। বহু বছর ধরে তিনি টিভি পর্দায় কাজ করে আসছেন। মঞ্চ নাটক দিয়ে শুরু করা ক্যারিয়ার তিনি সাফল্য অর্জন করেছেন টিভি নাটকে এসে। শোবিজ অঙ্গনের অন্যতম সাদা মনের মানুষ তিনি। আজ ১৫ মে এই গুণী অভিনেতার জন্মদিন। আজিজুল হাকিম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের লুটেরচর গ্রামে জন্মেছিলেন। তিনি প্রকৌশলী আঃ হাকিম ও মহিজুন্নেসা এর সন্তান। তিনি ছাত্র জীবন থেকে “আরিয়ানাক” থিয়েটার গ্রুপে যোগ দেন।
১৯৭৭ সালে ‘আরণ্যক’ নাট্যদলের হয়ে অভিনয় জীবন শুরু করেন আজিজুল হাকিম। সেখানে তিনি ‘ওরা আছে বলেই’, ‘সমতট’, ‘গিনিপিগ’, ‘নাঙ্কার পালা’ ও ‘ইবলিশ’-এর মতো নাটকে অভিনয় করেন। এছাড়া তিনি ঢাকা পদাতিক, ঢাকা থিয়েটার, পদাতিক নাট্যদলেও কাজ করেছেন।
১৯৮০ সালের দিকে থিয়েটারে অনিয়মিত হয়ে যান আজিজুল হাকিম। কারণ তখন তিনি টিভি নাটকে কাজ শুরু করে দিয়েছেন। ১৯৮১ সালে বিটিভির ‘এখানে নোঙর’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।
এরপর তিনি বহু দর্শকনন্দিত নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘কোন কাননের ফুল’, ‘ইতি তোমার আমি’, ‘তুমি আসবে বলে’, ‘কে কার অলঙ্কার’, ‘পুত্রদায়’, ‘ফিরে আসে বৃহস্পতি’, ‘দ্বিতীয় সত্য’, ‘একা’, ‘কামিনি ও কেয়া’, ‘কোথায় সেজন’, ‘টমেটো ক্যাচাপ’, ‘কোথায় পাবো তারে’, ‘জামাই মেলা’, ‘রূপকথা’, ‘আড়াল’, ‘পাঙ্কু ক্লাব’, ‘কর্তা কাহিনী’, ‘টো টো কোম্পানি’, ‘মাতবর’, ‘গাব্বার সিং’, ‘জল ফড়িংয়ের গান’, ‘গল্প অথবা জীবন’ এবং ‘নোয়াশাল’।
হাকিম ১৯৯৩ সালে চিত্রনাট্যকার জিনাত হাকিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের এক মেয়ে নাজা হাকিম এবং এক ছেলে হরিড।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :