বাগদান সম্পন্ন হলো পরিণীতি-রাঘবের


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৫/০৫/২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ণ /
বাগদান সম্পন্ন হলো পরিণীতি-রাঘবের

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে বাগদান পর্ব সারলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। দিল্লির সরকারি আবাসনেই পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে আংটিবদল করলেন বলিউড সুন্দরী ও ভারতের তরুণ রাজনীতিবিদ।

শনিবার (১৩ মে) থেকেই রাজধানীতে ছিল সাজ সাজ রব। একে একে রাঘবের বাড়িতে এসে পৌঁছান অতিথিরা। সকলের সামনে ভালবাসার বন্ধনে আবদ্ধ হন রাঘনীতি। ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, যা চেয়েছিলাম তাই পেলাম। আর আমি ‘হ্যাঁ’ বলে দিয়েছি। ঈশ্বর কল্যাণ করুক।

অবশ্য, রাজনৈতিক নেতা এবং বলিউড নায়িকার এই প্রেম সম্ভবত খুব নতুন নয়। দুজনে একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অব ইকনোমিক্সে । সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেইসময় থেকেই একে অপরকে পছন্দ করতেন। কিছু কিছু ক্ষেত্রে দুজনের মিল তাদের পরস্পরকে কাছে টেনেছিল।

বিষয়টি প্রকাশ্যে আসে রেস্তরাঁ-কাণ্ড থেকে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরাঁয় লাঞ্চের জন্য যান তারা। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়। সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়। বিয়ে করলে সবাইকে জানাব।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ