patrika71
ঢাকাশনিবার , ১৩ মে ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

অভিনেত্রীর স্বামী ১৫ মাসের শিশুকে মেঝেতে আছাড় মারল

বিনোদন ডেস্ক
মে ১৩, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ চন্দ্রিকা সাহা দাম্পত্য কলহের জেরে ১৫ মাসের দুধের শিশুকে তিনবার মেঝেতে আছাড় মারল টেলি অভিনেত্রীর স্বামী।

অভিনেত্রী জানান, রান্নাঘর থেকে ছেলের কান্না শুনে ঘরে ছুটে আসেন তিনি। স্বামীর কাছে ছেলেকে রেখে কিচেনে গিয়েছিলেন তিনি। ঘরে এসে আহত অবস্থায় ১৫ মাসের ছেলেকে মেঝেতে পড়ে থাকতে দেখন তিনি। এরপর তড়িঘড়ি ছেলেকে নিয়ে হাসপাতালে ছোটেন। শনিবার ঘরের সিসিটিভি ফুটেজ চেক করেন অভিনেত্রী। তখনই দেখতে পান স্বামী ছেলেকে তিনবার সজোরে মেঝেতে আছাড় মেরেছে।

পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর স্বামী খুশি ছিলেন না সন্তানের জন্ম নিয়ে। এর জেরেই দুজনের মধ্যে সমস্যা দেখা দেয়। ছেলের কান্না শুনে ঘরে এসে চন্দ্রিকা দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ছেলে, পাশেই বসে স্বামী। পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই ভয়ঙ্কর সত্যিটা সামনে আসে।

পুলিশকে অভিনেত্রী জানিয়েছেন, ২১ বছর বয়সী অমনের সঙ্গে যখন তাঁর আলাপ তখন সদ্য ডিভোর্সের পর্ব মিটেছে তাঁর। সম্পর্কে জড়ানোর পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। দু’জনের বয়সের ফারাক ২০ বছর। অমন গর্ভপাত করাতে চেয়েছিল, কিন্ত অভিনেত্রীর কিছু শারীরিক জটিলতা থাকায় চিকিৎসকরা সাফ জানায় গর্ভপাত করানো যাবে না। ছেলের জন্মের ১৪ মাস পর (গত মাসেই) বিয়ে করেন চন্দ্রিকা-অমন।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ