বর্তমান সময়ের আলোচিত ব্যক্তি হিরো আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করতে জনপ্রিয় খল অভিনেতা ডিপজলের বাড়িতে গেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা।
আজ ৮ মে রোববার সকালে ডিপজলের সাভারের বাড়িতে যান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন কামাল হোসেন, পিপিএম (ইন্সপেক্টর)। কে তিনি বলেন, হিরো আলমের নামে হাতিরঝিল থানায় একটি মামলা করেন আকাশ নিবির নামে একজন বিনোদন সাংবাদিক। মামলাটি এখন পিবিআইয়ের হাতে। সেটির তদন্ত করার জন্যই আমরা ডিপজলের বাসায় এসেছি সকালে ডিপজলের সঙ্গে কথা হয়েছে। তাকে জানিয়েছি, তিনি আমাদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।
জানা গেছে, অর্থ জালিয়াতি, ফোনে হুমকি ও সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে অসম্মানপূর্বক বাজে আচারণের জন্য হিরো আলমের নামে বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম আদালতের একটি সিআর মামলা হয় গত বছর জুলাইয়ে। মামলাটি তদন্তের জন্য সেসময় হাতিরঝিল থানায় পাঠানো হয়। পরবর্তী সময়ে মামলা তদন্ত দেওয়া হয় পিবিআইকে।
এদিকে বিষয়টি নিয়ে ডিপজলের সঙ্গে কথা হলে তিনি বলেন, না কোনো সরকারি কর্মকর্তারা তো আমার বাসায় আসনি। আর এমন কোনো কথাও শুনিনি।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :