বিয়ে করেছেন ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির। গেল ৩০ এপ্রিল বিয়ের পিড়িতে বসেন আলোচিত-সমালোচিত এই অভিনেতা। বিয়ের বিষয়টি জানিয়েছেন সালমান নিজেই।
মঙ্গলবার (২ মে) এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন তার বিয়ের খবর। স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লিখেছেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।
বিয়ের খবর জানালেও কনে সম্পর্কে বিস্তারিত জানাননি সালমান মুক্তাদির। সালমান পরিচয় প্রকাশ না করলেও তার স্ত্রীর পরিচয় পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, তার স্ত্রীর নাম দিশা ইসলাম। সালমান মুক্তাদিরের সঙ্গে এটি দিশার দ্বিতীয় বিয়ে। ২০১১ সালে প্রথম বিয়ে করেছিলেন দিশা। তার দুটি সন্তানও রয়েছে।
জানা যায়, ২০১১ সালে দিশার বিয়ের পর ঘরে আসে প্রথম সন্তান। আর ২০১৮ সাল পর্যন্তও পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। ২০২১ সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন।
২০২১ সালের মার্চে দিশার ফেসবুকে প্রকাশ করা ছবিতে তাকে অন্তঃস্বত্ত্বা দেখা যায়, সেখানেও ছিল স্বামীর উপস্থিতি। এক সময় দিশা কানাডার ওন্টারিওতে বসবাস করতেন।
২০২৩ সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন তিনি। তবে এর আগে দিশা তার ফেসবুকের মাধ্যমে সালমান মুক্তাদিরকে বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :