আজ চিত্রনায়িকা আন্না’র জন্মদিন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৯/০৪/২০২৩, ১২:১৬ অপরাহ্ণ /
আজ চিত্রনায়িকা আন্না’র জন্মদিন

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা নাহিদা আশরাফ আন্না। ২০০৬ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় তিনি রানার্সআপ হয়েছিলেন। ২০০৭ সালে এফআই মানিক পরিচালিত ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন আন্না। বর্তমানে তিনি অভিনয় থেকে দূরে আছেন।

আজ ২৯ এপ্রিল তার জন্মদিন। জন্মদিনকে রাত ১২ টার পর থেকে তার ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেছেন। দিনটিকে ঘিরে ব্যাপক আয়োজন না থাকলেও পারিবারিকভাবে দিনটি উদযাপন করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

আন্না বলেন, জন্মদিনে এখন আমি কোন আয়োজন করিনা। আমার পরিবার, ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানান এতেই আমি খুশি।

তিনি প্রায় অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে পিতা মাতার আমানত, মা বাবা আর সন্তান, জীবন যুদ্ধ, সমাধি, মনের ঘরে বসত করে, সন্তান আমার অহংকার, পাঁচ টাকার প্রেম, স্বামী হারা সুন্দরী, তুমি আমার স্বামী, বাজাও বিয়ের বাজনা ইত্যাদি। পাশাপাশি তিনি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন

এছাড়াও বউ বাড়ী ও জামাই সাহেব নামে দুটি নাটকও প্রযোজনা করেছেন তিনি। ছায়ানট থেকে ক্ল্যাসিক্যাল নৃত্যের উপর প্রশিক্ষণও গ্রহণ করেন তিনি।

আন্না ২০১৬ সালের ১ জানুয়ারি সাগর সিদ্দিকী নামে একজন আইনজীবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

উল্লেখ, ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন আন্না। শিশুশিল্পী হিসেবে তিনি ‘বিদ্রোহী পদ্মা’, ‘মালা তুমি কার’, ‘প্রেম পিয়াসীসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ