আসল নাম রুক্মিণী মল্লিক৷ কিন্তু আমরা চিনি কোয়েল নামেই ৷ আজ টলিউড অভিনেত্রী কোয়েলের জন্মদিন ৷ ৪১ এ পা দিলেন অভিনেত্রী ৷ ২৮ এপ্রিল ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। তিনি অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে। কোয়েল মল্লিক ভারতীয় বাংলা চলচ্চিত্রের মূল ধারার একজন প্রথম শ্রেণীর অন্যতম অভিনেত্রী। প্রথম ছবি থেকেই দর্শকের মন জয় করে নিয়েছেন কোয়েল। ২০০৩ সালে হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’ ছবির মাধ্যমে কোয়েল মল্লিকের বঙ্গ ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ ঘটে। সেই সময়ে বাঙালি সিনেমাপ্রেমীকদের কাছে জিৎ আর কোয়েলের জুটি অন্যতম সেনসেশন ছিল বক্স অফিসে। এরপর প্রসেনজিৎ, যীশু, দেব, সোহম, পরমব্রত, আবিরসহ সমসাময়িক প্রায় সব নায়কের সঙ্গেই হিট সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা। এরপর ধীরে ধীরে প্রথমসারির অভিনেত্রী হিসেবে কোয়েল প্রতিষ্ঠিত হয় টলিউডে।
এছাড়া কোয়েল কমার্শিয়াল সিনেমার পাশাপাশি সন্দীপ রায় ও সৃজিত মুখার্জীর মত অন্য ধারার পরিচালকের সঙ্গেও বেশ কিছু ছবিতে কাজ করেছেন। যেগুলো নায়িকার কাছে চ্যালেঞ্জিং হিসেবে দাঁড়িয়েছিল। যার মধ্যে কোয়েল অভিনীত ‘হেমলক সোসাইটি’, ‘ছায়া ও ছবি’, ‘ঘরে ও বাইরে’, ‘মিতিন মাসি’-র উল্লেখযোগ্য। তাঁর ক্যারিয়ার যখন উচ্চ শিখরে তখনই প্রায় হঠাৎ করেই বিবাহ বন্ধনে বাঁধা পড়েন প্রযোজক নিশপাল সিং রানের সঙ্গে কোয়েল মল্লিক। ২০১৩ সালের ১লা ফেব্রুয়ারী কোয়েল মল্লিক নিশপাল সিং রানেকে বিবাহ করেন। এখন তিনি পাঞ্জাবি বাড়ির বউ কেননা নিশপাল সিং রানে একজন পাঞ্জাবী। তবে বিবাহের আগে সাত বছর ধরে তাদের সম্পর্ক ছিল। নিশপাল সিং রানে একজন সফল প্রযোজক। বহু বাংলা ছবি তিনি প্রযোজক করেছেন। নিশপালের সঙ্গে বিয়ের পর তিনি কিছুদিন বড় পর্দা থেকে বিরতি নিয়ে নেন। এরপর দেব, রজতাভ-র সঙ্গে ‘রংবাজ’ দিয়ে কামব্যাক করেন তিনি।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :