patrika71
ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

দর্শকদের হাতে-পায়ে ধরে সিনেমা দেখার অনুরোধ পরিচালকের

বিনোদন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৩ ৫:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

এবার ঈদে মুক্তি পেয়েছে জয় চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’ দেশের ৯ টি হলে মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহ সংকটের কারণে দর্শকদের কাছেও যেতে পারেনি সিনেমাটি। জয় চৌধুরী ঈদের আগে বলেছিলেন, দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাটি দেখানো হবে। তার বাস্তব প্রতিফলন মেলেনি।  

ছবির ভবিষ্যৎ অন্ধকার দেখে দর্শকদের হাতে-পায়ে ধরে ‘প্রেম প্রীতির বন্ধন’ দেখার অনুরোধ জানিয়েছেন। এই অনুরোধ জানাতে গিয়েও হাউমাউ করে কান্নাকাটি করলেন সোলায়মান আলি লেবু। ছবিটি করতে সব মিলিয়ে এক কোটি ৬২ লাখ টাকা খরচ হয়েছে বলে এর নির্মাতা সোলায়মান আলি লেবু জানিয়েছেন।

কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কাঁদতে কাঁদতে দুই হাত জোড় করে নির্মাতা বলেন, আমি দর্শকদের বারবার অনুরোধ করছি, আপনারা আরো ছবি দেখছেন। আমার ছবিটাও দেখেন। দেখার পর যদি ছবিটা ভালো লাগে তাহলে একটু বলবেন, ছবিটা ভালো হয়েছে। এই অনুরোধটা দর্শকদের প্রতি আমার। আপনাদের হাতে-পায়ে ধরে বলছি, আজ হল পাইনি বলে ছবিটি আপনাদের দেখাতে পারছি না।

‘প্রেম প্রীতির বন্ধন’-এর মধ্য দিয়ে প্রথমবার পর্দায় জুটি হয়েছেন অপু-জয়। এতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ