patrika71
ঢাকাসোমবার , ২৪ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবে নাম লেখালেন হিমি

বিনোদন ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৩ ৭:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের পাশাপাশি গানেও তার দক্ষতা রয়েছে। এবার হিমির কণ্ঠে গান শুনতে পাবেন তার ভক্তরা। এবারের ঈদুল ফিতরের চাঁদরাতে ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মাহিন আওলাদের পরিচালনায় নাটক ‘পরাণ পাখি’। এতে জুটি বেঁধেছেন হিমি এবং নিলয়। নাটকটিতে প্রথমবারের মতো গান গাইলেন জান্নাতুল সুমাইয়া হিমি।

নাটকে তার সহশিল্পী নিলয় হলেও গানে কণ্ঠ মিলিয়েছেন আভরাল সাহির। ‘পরাণ পাখি’ শিরোনামে এই গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আভরাল সাহির। প্রথমবার গান গাওয়া নিয়ে উচ্ছ্বসিত হিমি।

হিমি বলেন, ছোটবেলা থেকে গান শিখলেও কখনো মূলধারায় গান গাওয়া হয়ে ওঠেনি। অভিনয়ের দিকেই মনোযোগ ছিল বেশি। তবে এবার পারিচালক মাহিন আওলাদ ভাই এমনভাবে অনুরোধ করলেন যে গান গাইতেই হলো। গানটির কথা, সুর ও সংগীত অসাধারণ হয়েছে। আমি আশা করছি, গানটি সবার ভালো লাগবে।

ঈদের দিন ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছপ। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও বিদেশি একাধিক অ্যাপে।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ