টলিউড জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী শুটিং সেটে আহত হয়েছেন। বাম হাতের শাহাদাত আঙুল কেটে গেছে। তাতে চারটি সেলাই পড়েছে। কয়েকটি ছবি পোস্ট করে তিনি নিজেই ভক্তদের সে কথা জানিয়েছেন। চোট পাওয়া হাতটিকে ঠিকভাবে রাখার জন্য আপাতত আর্মস্লিং পরে থাকতে হচ্ছে মিমিকে। আর্মস্লিং পরে হাসিমুখে সেলফিও দিয়েছেন মিমি। সঙ্গে লিখেছেন, কিছু দিন ঠিক যেভাবে পরিকল্পনা করা হয়, সেভাবে যায় না।
অনুরাগী, মিমির দ্রুত আরোগ্য কামনা করেছেন সবাই। শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। একই কথা লেখেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।
গত সপ্তাহেই উইন্ডোজ প্রোডাকশনের ‘রক্তবীজ’-এর শুট শেষ করেছেন মিমি। থ্রিলার ছবির গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসবে দুর্গাপূজায়। তাই বরাবরের নিয়ম ভেঙে চলতি বছরের পূজাতেই মুক্তি পাবে আবীর চট্টোপাধ্যায় ও মিমি অভিনীত ছবিটি।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :