বলিউড জনপ্রিয় অভিনেত্রী মাহি গিল গোপনে বিয়ে করেছেন। একজন কন্যা সন্তানও রয়েছে তার। হঠাৎ করেই সংবাদমাধ্যমকে জানালেন এই খবর। অভিনেত্রীর স্বামীর নাম রবি কেশর। জানা যায়, বেশ কয়েক বছর ধরে প্রেম করছিলেন দুইজন। পরে বিয়ের সিদ্ধান্ত নেন।
এর আগে ২০১৯ সালে মাহি আচমকাই জানিয়েছিলেন, তার একটি মেয়ে রয়েছে। সেই সময় প্রশ্ন উঠেছিল, অবিবাহিত অভিনেত্রী কি সারোগেসির মাধ্যমে মা হয়েছেন নাকি কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন?
মাহি আরও জানান, গর্ভধারণ করেই তিনি মেয়ের জন্ম দিয়েছেন। আর নাম রেখেছেন ভেরোনিকা। মাহির স্বামী রবি কেশরও অভিনেতা। পাঞ্জাবি ও হিন্দি সিনেমায় কাজ করেছেন। মাহি অভিনীত ‘ফিক্সার’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি।
২০১৪ সালে মুক্তি পাওয়া মাহি প্রযোজিত ‘মাওয়াড়’ সিনেমায়ও অভিনয় করেছিলেন। স্বামী ও সন্তান নিয়ে এখন গোয়ায় থাকেন মাহি।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :