শুভ জন্মদিন মেহজাবিন চৌধুরী


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৯/০৪/২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ /
শুভ জন্মদিন মেহজাবিন চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ২০০৯ সালে লাক্স সুন্দরী হয়ে শোবিজে যাত্রা করেন তিনি। কোটি কোটি দর্শক তার অভিনয় দেখে হাসেন, কাঁদেন। তার ইমোশনের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যান। বিশেষ করে ‘বড় ছেলে’ নাটকটি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা দিয়েছে তাকে। মেহজাবিনের আজ ৩২ তমজন্মদিন। পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে রইলো জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন মেহজাবিন। বর্তমান সময়ে একের পর এক নাটক টেলিছবিতে অভিনয় করে চলেছেন তিনি। সাবলীল আর অনবদ্য অভিনয় দিয়েই দর্শক মহলে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ১৯৯১ সালে ১৯ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস চট্টগ্রামে। তবে তার জন্ম ও বেড়ে ওঠা দুবাইয়ে। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছেন। রাত বারোটার পরে দেখেই ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।

২০০৯ সালে মেহজাবিন চৌধুরী লাক্স চ্যানেল আই সুপারস্টার হিসেবে শোবিজে পা রাখেন। সেই যে পথ চলা আর এগিয়ে যাওয়া। অনেক স্বপ্ন নিয়ে শোবিজে পা রেখেছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণে ক্রমাগতই এগিয়ে চলেছেন। সময়ের সাথে সাথে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশসেরা মডেলদের একজন হিসেবে।

বিজ্ঞাপনের পাশাপাশি নাটকের অভিনয় দিয়েও তিনি ছুঁয়েছেন দর্শকদের মন। বর্তমানে টেলিভিশনগুলোতে বিশেষ দিবস মানেই মেহজাবিনের উপস্থিতি। খ্যাতির চূড়ায় বাস করলেও বেশ বিনয়ী তিনি। আর তাই মেহজাবিনের জনপ্রিয়তা সবখানে।

মেহজাবিন অভিনয়ে তার বহুমুখীতার জন্য তিনি ব্যাপকভাবে স্বীকৃত এবং তার অভিনয়ের জন্য অসংখ্য পুরষ্কার এবং সম্মাননা পেয়েছেন। তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার – ২০১৭, ২০১৮, ২০১৯,২০২১, সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার-২০১২, ২০১৩, ২০১৪, ২০১৯, ২০২০ এবং ২০২১। ২০১৮ সালে সোনালী ডানার চিল নাটকে অভিনয়ের জন্য তিনি বাবিসাস পুরস্কার লাভ করেন। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) মেহজাবীন চৌধুরীকে তার ‘আলো’ নাটকের জন্য সম্মাননা প্রদান করেছে।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ