এবার ঈদে হিন্দি গান নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৬/০৪/২০২৩, ৪:২৫ পূর্বাহ্ণ /
এবার ঈদে হিন্দি গান নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। গানের প্রতি তার দুর্বলতা সবার জানা।প্রতিবার ঈদে অন্যতম আকর্ষণ এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে আলোচনায় আসেন তিনি। এরপর থেকেই কয়েক বছর ধরে ঈদে প্রচার হচ্ছে তার একক সংগীতানুষ্ঠান।

এর ধারাবাহিকতায় এবারের রোজার ঈদেও গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করছেন।

ঈদুল ফিতর উপলক্ষে একটি হিন্দি গানের ভিডিও অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। ‘হৃদয় তোমাকেই চায়’ শিরোনামের অ্যালবামটির গান এ শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।

মূলত, বেশ কিছু হিন্দি গান কাভার করেছেন ড. মাহফুজুর রহমান। এরই মধ্যে ‘রাফতা রাফতা’, প্যায়ার ভারে দো শার্মীলে ন্যান’, ‘ও মেরে সামনে’ শিরোনামের তিনটি গান মুক্তি পেয়েছে। নতুন করে এসব গানের সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ।

পত্রিকা একাত্তর / মাসুূদ পারভেজ