দীঘির হাত ধরে যমুনায় জেভিকোর নতুন শোরুম উদ্বোধন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৪/০৪/২০২৩, ১০:০৩ অপরাহ্ণ /
দীঘির হাত ধরে যমুনায় জেভিকোর নতুন শোরুম উদ্বোধন

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা দীঘির হাত ধরে যাত্রা শুরু করলো প্রথিতযশা ইলেকট্রনিক্স ব্র্যান্ড জেভিকো ইলেক্ট্রনিক্সের শোরুম ‘সিলভিয়া মার্ট’। ঢাকার প্রানকেন্দ্র কুড়িল বিশ্বরোড এ অবস্থিত যমুনা ফিউচার পার্কের শপ–ইউএ-০১৮, লোয়ার গ্রাউন্ড (ইন্ডিয়ান ভিসা সেন্টারের বিপরীতে) চালু হলো প্রতিষ্ঠানের ৪১তম শোরুম। এখানে পাওয়া যাবে জেভিকো ব্র্যান্ডের অত্যাধুনিক টেলিভিশন ও এসি।

উদ্বোধনী অনুষ্ঠানে দীঘি ছাড়াও উপস্থিত ছিলেন হিরা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব মো. আব্দুল খালেক এবং পরিচালক জনাব ইফরান আলম।

ছিলেন সিলভিয়া মার্ট-এর ব্যবস্থাপনা পরিচালক ও স্বত্ত্বাধিকারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে আসন্ন ঈদ ঊল ফিতর উপলক্ষে ৫ বছর ওয়ারেন্টি সম্বলিত নতুন টেলিভিশন জেভিকো আল্ট্রা’র মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জনাব মো. আব্দুল খালেক বলেন, সারা দেশে জেভিকোর ৪০টি সেলস আউটলেট রয়েছে। ক্রেতারা জেভিকো’র পণ্য সাদরে গ্রহণ করেছেন বলেই আজ এর জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। নতুন এই শোরুমের মাধ্যমে যমুনা ফিউচার পার্কের আশেপাশের এলাকায় জেভিকো’র ব্যবসায়িক পরিধি আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশের ঘরে ঘরে এখন ভেভিকো’র পণ্য। জেভিকো’র মতো বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানের পণ্য এলাকাবাসীর হাতের নাগালে চলে এসেছে, ক্রেতারা এখন খুব সহজেই জেভিকো’র পন্য ক্রয় করতে পারবেন।

হিরা ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক ইফরান জানান, দীর্ঘদিন ধরেই এমন একটি ইলেকট্রনিক্স ও ইলেকটিক্যাল পণ্যের শোরুম যমুনা ফিউচার পার্কের আশেপাশের এলাকায় মানুষের দরকার ছিলো। জেভিকো সেই চাহিদা পূরণ করলো। উদ্বোধন ও ঈদুল ফিতর উপলক্ষ্যে শোরুম থেকে ক্রেতাদের জন্য সব ধরনের পণ্য কেনায় বিশেষ ছাড় দেয়া হচ্ছে। ভবিষ্যতেও ওই শোরুম থেকে ক্রেতাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় সুবিধা দেয়া অব্যাহত থাকবে।

এদিকে উদ্বোধন ও ঈদ উপলক্ষ্যে এই শোরুমের সব ধরনের পণ্যে বিশেষ মূল্যছাড় দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গ্রামীনফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এখন পর্যন্ত প্রায় ৩৬টি সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন। এর মধ্যে এ সময়ের প্রায় অনেক তারকাদের সঙ্গে কাজ করেছেন। প্রথম চলচ্চিত্রে ‘কাবুলিওয়ালা’তে অভিনয় করেই ২০০৬ সালে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দিঘী। তারপরে আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে সে।

 

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ