অনন্ত জলিলকে শাহরুখ খানের সাথে তুলনা করলেন বর্ষা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৪/০৪/২০২৩, ৭:১৮ অপরাহ্ণ /
অনন্ত জলিলকে শাহরুখ খানের সাথে তুলনা করলেন বর্ষা

প্রথমবারের মত নিজস্ব প্রযোজনার বাইরে অভিনয় করলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। আসন্ন ঈদুল ফিতরেই মুক্তি পেতে যাচ্ছে তাদের ‘কিল হিম’ সিনেমাটি। ‘কিল হিম’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায়। এ উপলক্ষে এফডিসিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’ মুক্তি পেল। আমি দেখেছি শাহরুখ খানের সিনেমার সঙ্গে অনন্ত জলিলের সিনেমা ‘দিন-দ্যা ডে’র তুলনা করেছে অনেকে। আমাদের দেশেও শাহরুখ খানের মতো হিরো আছে। আমরাও যাকে নিয়ে গর্ব করতে পারি।

তিনি আরও বলেন, হয়তো শাহরুখ খান, সালমান খানের সঙ্গে সেভাবে তুলনা হবে না। কিন্তু মানুষ বলে। আর যারা আমাদের ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, যাদের জন্য আমাদের সিনেমা তারা আমাদের দর্শক। তারা যখন এই তুলনা করে তখন সত্যি খুব ভালো লাগে।

মো. ইকবাল পরিচালিত এ সিনেমাটিতে নায়ক হিসাবে দেখা যাবে অনন্ত জলিলকে। তিনি একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। এ সিনেমার মাধ্যমে প্রথমবার নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করছেন অনন্ত ও বর্ষা। ‘কিল হিম’ সিনেমায় অভিনয়ে আছেন রুবেল, মিশা সওদাগর, কলকাতার রাহুল দেবসহ অনেকে।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ