বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঊর্বশী রৌতেলা। এবার পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। ঊর্বশী রৌতেলায় মন গলেছে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের।
সামাজিক মাধ্যমে তাঁদের প্রকাশ্যে ভালোই যোগসূত্র রয়েছে। একে অপরের পোস্টে কমেন্ট করেছেন। সেই থেকেই দুয়ে দুয়ে চার করছেন নেটিজেনরা। এমনকি ঊর্বশীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন নাসিম, এমনই জল্পনা নেট দুনিয়ায়।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানে পাক ক্রিকেটার নাসিম শাহকে সঞ্চালক প্রশ্ন করেছেন, তিনি কবে বিয়ে করছেন? উত্তরে নাসিমকে বলতে শোনা গিয়েছে,কনে রাজি থাকলেই আমি রাজি। এই থেকেই চর্চা শুরু তাহলে কি নাসিম ঊর্বশীকে খোলাখুলি বিয়ের প্রস্তাব দিলেন? সুন্দরী ঊর্বশীকে নিয়ে চর্চা অনেক। জল্পনাও অনেক। কিন্তু কোনও জল্পনাতেই তেমন কর্ণপাত করেননি তিনি। শেষ পর্যন্ত জীবনের পথে কার হাত ধরেন ঊর্বশী বলবে সময়।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :