বাংলা টেলিভিশনের একজন অত্যন্ত পরিচিত মুখ হল কাঞ্চনা মৈত্র। যাকে একাধিক ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। বহুদিন ধরে তিনি বড় পর্দা থেকে ছোট পর্দা সব জায়গায় কাজ করে এসেছেন। বর্তমানে তাকে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে। এখানে নায়িকার সৎ মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি।
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে তার একটি ছবি দেখে রীতিমতো চিন্তায় পড়ে গেছে ভক্তরা। নাকে ব্যান্ডেজ হাতে সেলাইন হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে কাঞ্চনা। হঠাৎ কি এমন ঘটল অভিনেত্রী সঙ্গে সেই খবর জানতে উদগ্রীব হয়ে রয়েছেন ভক্তরা। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক দলেও যুক্ত ছিলেন। দিল্লি গিয়ে গেরুয়ার শিবিরে নাম লেখান তিনি, তবে চলতি বছরেই ফেব্রুয়ারি মাসে দল থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী।
হাসপাতালের বিছানায় শুয়ে যে ছবি তিনি পোস্ট করেছেন সেখানে তার অনুরাগীরা নানা রকম প্রশ্ন করেছে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষের একটাই প্রশ্ন, “কী হয়েছে আপনার?” কারও আবার প্রশ্ন, “আপনি আমাদের প্রিয় অভিনেত্রী, আপনার আচমকা কী হল? আসলে হয়েছে কী অভিনেত্রীর?
জানা গেছে অনেকদিন আগেই নাকি নাকে চোট পেয়েছিলেন অভিনেত্রী। তারপর সেখান থেকে রক্তক্ষরণ শুরু হয় যার ফলে হেমাটোমা হয়ে যায়। সেজন্যই তড়িঘড়ি অস্ত্রোপচার করতে হয়েছে। এই অসুখে অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছিলেন কাঞ্চনা। দিনে দিনে জটিলতাও বাড়ছিল সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই অস্ত্রোপচারের পথ বেছে নেন অভিনেত্রী।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, অপারেশন ডান। এছাড়াও সূত্র অনুযায়ী তিনি জানিয়েছেন এখন তিনি সুস্থ রয়েছেন একদম ঠিক আছেন দক্ষিন কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হয়েছেন কাঞ্চনা। সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি নিজের কাজে ফিরতে চান তিনি।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :