বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ক্ষতিগ্রস্তদের এক লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা ও ডাক্তার মিষ্টি জান্নাত। তার চিকিৎসা প্রতিষ্ঠান ‘হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক’র পক্ষ থেকে এ অর্থ সহায়তা দেওয়া হবে।
বুধবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিষ্টি জান্নাত লেখেন, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের আমার ‘হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক’র ইনকাম থেকে ১ লাখ টাকা প্রদান করতে চাই। সাথে যারা বিকাশ/একাউন্টে টাকা দেবেন সেটাও পৌঁছে দেওয়া হবে।
এ বিষয়ে মিষ্টি জান্নাত বলেন, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের আমার প্রতিষ্ঠানের আয় থেকে এক লাখ টাকা দেওয়া সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে বিত্তবান এবং যারা অসহায়দের পাশে দাঁড়াতে ইচ্ছুক, তাদের সবাইকে আহ্বান করব- কিছু একটা করার। চাইলে তারা আমার যে কোনো সহযোগিতা নিতে পারেন। আমার পরিচিত সবার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। অনেকেই এগিয়ে আসছে। আমি আমার ভক্ত-দর্শকদেরও বলতে চাই, আপনার চাইলেও আমার সঙ্গে এগিয়ে আসতে পারেন। সবাইকে সঙ্গে নিয়েই তাদের পাশে দাঁড়াতে চাই।
উল্লেখ্য, ২০১৪ সালে বাপ্পী চৌধুরীর বিপরীতে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। এরপর তিনি আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইন্ডাস্ট্রিতে নিজেকে মোটামুটি প্রতিষ্ঠা করে ফেলেছেন এই নায়িকা।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :