বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। একটা সময় খল অভিনেতা হিসেবে দাপটের সঙ্গে অভিনয় করলেও নায়ক হিসেবেও পেয়েছেন জনপ্রিয়তা। আজ ৬ এপ্রিল গুণী এই অভিনেতার জন্মদিন। ১৯৬২ সালের এই দিনে জন্ম হয় ডিপজলের। এবার তিনি ৬১ বছর পূর্ণ করলেন। ডিপজল ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা।
ডিপজল ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় আসেন। ডিপজলের বড় ভাই শাহাদাত হোসেন বাদশা, যিনি ‘বাদশা ভাই’ নামে পরিচিত; তিনি সান পিকচার্সের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন। এটি পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। আকবরেরও এটি প্রথম পরিচালিত ছবি। তবে ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বর্তমানে তিনি সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
ডিপজল অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ।’ পারিবারিক অ্যাকশনধর্মী এই চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৭ সালে। এর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। ডিপজলের সঙ্গে ছবিতে জুটি বাঁধেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এ ছাড়া এতে অভিনয় করেন মিম ও বাপ্পী। রাজেশ ফিল্মসের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন মো. নাদির খান।
ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত ‘সৌভাগ্য’ ছবিতে ডিপজল-মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডিজে সোহেল, শওকতসহ অনেকে।
উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। মজার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :