খোলামেলা ছবি পোস্ট করে আলোচনায় কাজলের মেয়ে নাইসা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৬/০৪/২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ /
খোলামেলা ছবি পোস্ট করে আলোচনায় কাজলের মেয়ে নাইসা

বলিউড তারকা-অজয় কাজলের মেয়ে নাইসা দেবগন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম খোলামেলা ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন। এনএমএসিসি-এর অনুষ্ঠানে গিয়ে এ ফটোশুট করেছিলেন। সেখানকার কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন কাজল।

ছবি পোস্ট করে কাজল লেখেন,মিনি আমি আর আমি! শুরুটা করুণাময় আর তারপরে আমরা হয়ে গেলাম মানুষ। সাথে জুড়ে দিয়েছেন ইমুজি। ‘মিনি মি’। অর্থাৎ, ‘ছোট কাজল’ হচ্ছেন নাইসা। ফেসবুকে কাজল তার মেয়ের সঙ্গে তোলা কিছু ছবিও পোস্ট করেছেন। ছবিতে মা-মেয়েকে হাসতে দেখা যায়। দুজন সম্প্রতি এসএমএসিসি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে মুখ খুলেছেন অজয়। জানিয়েছেন, অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে মেয়ে এবং ছেলে যুগকে কখনোই জোর করেননি তিনি বা কাজল। অজয়ের ভাষ্য, ওরা যাই করুক, সেই কাজের উপর ওদের ভরসা রাখতে হবে। প্রচুর পরিশ্রম করতে হবে।

অজয় আরও জানান, পেশা যাই হোক, তিনি এবং কাজল সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সন্তানদের দিকে। নাইসা বলিউডে পা রাখেননি ঠিকই। তবে একাধিকবার বিতর্কের কেন্দ্রে এসেছেন তিনি।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ