patrika71
ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ববির “পাপ”

বিনোদন ডেস্ক
এপ্রিল ৫, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইয়ামিন হক ববি বর্তমানে দুটি সিনেমার শুটিং নিয়ে লন্ডনে অবস্থান করছেন। সিনেমা দুটি পরিচালনা করছেন মিনহাজ কিবরিয়া। সেখান থেকেই ভক্তদের জন্য সুখবর দিলেন তিনি।

এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ববির নতুন সিনেমা ‘পাপ’। সৈকত নাসিরের পরিচালনায় এতে ববির নায়ক জিয়াউল রোশান। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ। ৫ মার্চ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে।

এ প্রসঙ্গে লন্ডন থেকে মোবাইল ফোনে ববি বলেন, অত্যন্ত সুন্দর একটি গল্প নিয়ে ‘পাপ’ সিনেমাটি নির্মিত হয়েছে। আমি নিজের সেরা অভিনয় দেওয়ার চেষ্টা করেছি। এতে দর্শক আমাকে পুলিশ কর্মকর্তা হিসেবে দেখতে পাবেন।

ববি আরোও বলেন, অত্যন্ত সুন্দর একটি গল্প নিয়ে ‘পাপ’ সিনেমাটি করা হয়েছে। আমরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। অনেক দিন ধরে ছবিটির জন্য অপেক্ষায় ছিলাম। ঈদে মুক্তি পাচ্ছে শুনে ভালো লাগছে। আমার বিশ্বাস দর্শক আমাদের এ সিনেমাটি সাদরে গ্রহণ করবেন।

রোশান-ববি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানাসহ আরও অনেকে। ‘পাপ’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পরে প্রেক্ষাগৃহে আসছে জাজ প্রযোজিত সিনেমা।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ