ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেছেন।
মঙ্গলবার সামজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, কাঁদছে শহর, চারপাশে হাহাকার আর কান্নার রোল! হাজারো মানুষ ও তাদের পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। পবিত্র মাহে রমজানের দিনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া সকলকে মহান আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।
এতে বোঝা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য মন কাঁদছে শাকিবের। পোস্টের মন্তব্যের ঘরে এই অভিনেতার অনুরাগীরাও তাদের জন্য সমবেদনা প্রকাশ করছেন।
মঙ্গলবার (৪ মার্চ) ভোর ছয়টার দিকে বঙ্গবাজারের ওই মার্কেটে ভয়াবহ আগুন লাগে। একে একে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :