ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সাথে দীর্ঘ ছয় বছর পর আবারও জুটি বেঁধে নতুন একটি নাটকে অভিনয় করছেন তারিন জাহান। নাটকের নাম ‘প্রিয় পরিবার’। এটি ঈদের জন্য নির্মিত হচ্ছে। রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও পরিচালনা করেছেন রুবেল হাসান।
২ এপ্রিল থেকে রাজধানীর উত্তরায় এ নাটকের শুটিং শুরু হয়েছে। নির্মাতা জানিয়েছেন, নাটকে অপূর্ব ও তারিনকে স্বামী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। তাও বৃদ্ধ বয়সি চরিত্রে।
তারিন জাহান বলেন, মূলত গল্পটা ভালোলাগার কারণেই এ নাটকে অভিনয় করা। রুবেলের সঙ্গে এটা আমার প্রথম কাজ। অনেক যত্ন নিয়ে, বুঝেশুনে কাজটি করছেন। নাটকের অপূর্ব ও আমার সন্তান চরিত্রে যারা অভিনয় করছেন মনে হচ্ছিল ওরা আমাদেরই পরিবারের। প্রত্যেকেই যার যার চরিত্রের ভেতরে ঢুকেই অভিনয় করার চেষ্টা করছে।
জানাগেছে,ঈদে নাটকটি প্রচার হবে ‘ক্লাব এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :