টলিউড জনপ্রিয় অভিনেত্রী ঋতিকা সেন বেলগাছিয়া রাজবাড়িতে শুটিং করতে করতে হঠাত্ই অসুস্থ হয়ে পড়লেন।
অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে বিষয়টি জানিয়েছেন। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যায় তাঁর নাকেমুখে নল লাগানো। ছবিতে অভিনেত্রীকে বেশ অসুস্থ এবং দুর্বল দেখা যায়।
সেখানে দেখা যাচ্ছে, অবস্থা এমন পর্যায়ে গিয়েছে যে তাঁকে নেবুলাইজার দিতে হয়েছে। নাকে মুখে নল লাগানো রয়েছে তার। চোখ প্রায় খুলতে পারছেন না। চোখে মুখে স্পষ্ট অসুস্থতার ছাপ। পাশে লেখা, অসুস্থ না হওয়া পর্যন্ত কেউ স্বাস্থ্যের দিকে নজর দিই না। যদিও তার পরই দেখা গেল, হঠাত্ ছবি ও পোস্ট মুছে দিলেন তিনি।তার সেই ছবি দেখে উদ্বিগ্ন অনুগামীরা। সকলেই জানতে চেয়েছেন কী হয়েছে তাঁর।
জানা গিয়েছে, বেলগাছিয়া রাজবাড়িতে শ্যুটের পর থেকেই অসুস্থ হন তিনি। ধুলোবালি থেকে গলায় গুরুতর সংক্রমণ ছড়িয়েছে। তবে এখন খানিকটা সুস্থ হয়ে উঠছেন। হাসপাতালে গিয়ে চিকিত্সকের পরামর্শ নিয়ে এসেছেন ঋত্বিকা। সেখানে নেব্যুলাইজ করা হয়। আপাতত ১৫ দিনের জন্য বেড রেস্ট নিতে বলেছেন তাঁকে চিকিৎসক।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :