patrika71
ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীসহ চলচ্চিত্রে নাম লেখালেন ওয়াসিম আকরাম

বিনোদন ডেস্ক
এপ্রিল ৩, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ওয়াসিম আকরাম এবার চলচ্চিত্র জগতে নাম লেখালেন। শুধু তিনি একা নন, স্ত্রীকেও সঙ্গে নিয়েছেন।

জানাগেছে, একাধিক টিভি বিজ্ঞাপনে উপস্থিত হওয়ার পর পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম প্রথমবারের মতো ‘মানি ব্যাক গ্যারান্টি’ ওরফে ‘এমবিজি’ সিনেমায় অভিনয় করেছেন। সঙ্গে তার স্ত্রী শানিয়েরাও রয়েছেন। এ সিনেমায় শুধু সেই তারকা দম্পতিই নয়, পাকিস্তানি হার্টথ্রুব ফাওয়াদ খান, অভিনেতা মির্জা গোহর রশিদ, শেহরিয়ার মুনাওয়ার, মানি ও মিকাল জুলফিকারসহ আরও কয়েকজন তারকাও রয়েছেন। জুলফিকার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমবিজির ট্রেলার শেয়ার করেছেন।

আসন্ন ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে দেখানো হবে তারকাখচিত সিনেমাটির বিশেষ স্নিক পিক। নির্মাতারা ঘোষণা করেছেন ছবিটি আগামী এপ্রিলে মুক্তি পাবে। পাকিস্তানি অভিনেতা ফয়সাল কুরেশির লেখা ও পরিচালনায় সিনেমাটি অ্যাকশন এবং কমেডিধর্মী থ্রিলার।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ