ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের নামে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল) নামের এক পরিচালক।
শনিবার (০১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্মাতা।
হারুনুর রশীদের দাবি, তিনি এ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠান থেকে রংপুর ক্যামিকেল লিঃ থেকে বিজ্ঞাপন নির্মাণের কাজ নেওয়া হয়। সেখানে চিত্রনায়ক রিয়াজকে শুধুমাত্র অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খেপিয়ে তোলেন। যার ফলে রংপুর ক্যামিকেল লিঃ প্রতিষ্ঠানের থেকে এ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল হয়ে যায়।
দুই পৃষ্ঠার লিখিত পত্রে হারুনুর রশীদ কাজল এই নায়কের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ