বলিউড জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।২০২২ সালের জানুয়ারিতে কন্যার মা হয়েছেন প্রিয়াঙ্কা। স্বামী নিক জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসের সুবাদে সেখানেই হয়েছে সন্তানের জন্ম। এরপর একাধিকবার প্রিয়াঙ্কা নিজ দেশ ভারতে এসেছেন। তবে সেসব সফরে ছিলেন না কন্যা মালতি ম্যারি জোনাস। অবশেষে মায়ের দেশে এল মালতি।
কন্যাকে সঙ্গে নিয়ে প্রথমবার ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশের মাটিতে পা রেখে দারুণ উচ্ছ্বসিত দেখায় প্রিয়াঙ্কাকে।
শুক্রবার বিকেলে মেয়েকে নিয়ে মুম্বাই এয়ারপোর্টে নামেন প্রিয়াঙ্কা ও নিক। মেয়েকে কোলে নিয়েই ক্যামেরায় পোজ দিয়েছেন তারা। গোলাপি রঙা থাই স্লিট স্কার্ট আর ক্রপ টপে মোহময়ী অবতারে ধরা দিলেন অভিনেত্রী। পাশে জিনস আর হুডি জ্যাকেটে ক্যাজুয়াল লুকে নিক।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ