শুটিংয়ে আহত হয়েছেন অক্ষয় কুমার


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ৩০/০৩/২০২৩, ১১:৩৯ অপরাহ্ণ /
শুটিংয়ে আহত হয়েছেন অক্ষয় কুমার

বলিউড জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার অ্যাকশন দৃশ্যে সব সময় নিজেই অভিনয় করতে পছন্দ করেন। সম্প্রতি ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার অ্যাকশন দৃশ্যেও ঝুঁকিপূর্ণ স্টান্টগুলো নিজেই করছিলেন। আর স্টান্ট করতে গিয়ে আহত হন এই অভিনেতা। হাঁটুতে চোট পান তিনি। এ সিনেমার শুটিংয়ের জন্য ইউনিটের সবাই এখন স্কটল্যান্ডে। সেখানে টাইগার শ্রফের সঙ্গে অক্ষয়ের অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। এ সময় স্টান্টম্যান ছাড়া নিজেই শট নিতে গিয়ে এ দুর্ঘটনায় পড়েন অক্ষয়। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর এখন সুস্থই আছেন এই অভিনেতা। এ সময় শুটিং বন্ধ ছিল।

তবে সুস্থ হয়ে আবারো শুটিংয়ে ফিরেছেন অক্ষয়। আপাতত অ্যাকশন দৃশ্যের শুটিং বন্ধ রয়েছে। হাঁটুতে ব্রেস পরে অন্য দৃশ্যের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। আগে থেকে নির্ধারিত সময়ের মধ্যেই যাতে স্কটল্যান্ডের শুটিং শেষ হয়, তাই তিনি অন্য দৃশ্যের শুটিং সেরে নিচ্ছেন।

চলতি বছরই মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। অক্ষয়ের সঙ্গে সিনেমায় দেখা যাবে টাইগার শ্রফকে। আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করছেন- মানুষি ছিল্লার, জাহ্নবী কাপুর, দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণ প্রমুখ।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ