টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে দেবচন্দ্রিমা সিংহ রায় একজন। ক্রমেই তাঁর জনপ্রিয়তা বাড়ছে।তার সুন্দর হাসিতে মজে লাখো পুরুষের মন। অনেক অনুগামীর মতে তিনি যেমন দেখতে সুন্দর তেমনি তাঁর সুন্দর অভিনয়।
আজ ২৯ মার্চ এই অভিনেত্রী জন্মদিন পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
দেবচন্দ্রিমা সিংহ রায় সিরিয়ালের দৌলতে অভিনেত্রী যথেষ্ট পরিচিতি পেয়েছে। অভিনেত্রী কিন্তু ভক্তদের জন্য মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান ছবি ও ছবি পোস্ট করে থাকেন। যা কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তা খুব পছন্দ করে থাকেন অনুগামীরা। সাহেবের চিঠি ধারাবাহিকে অভিনেত্রী সকলের মন জয় করেছিলেন। এখন কোনও ধারাবাহিকে তাঁকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণভাবে সক্রিয়।
মনোকিনিতে অভিনেত্রী হাতে এখন সিরিয়ালের কাজ নেই তাই সুযোগ পেয়েই সমুদ্রে পাড়ি দিলেন দেবচন্দ্রিমা। তার ওপর তাঁর জন্মদিন বলে কথা, সেটা তো বিশেষ হতেই হবে। বলা চলে অভিনেত্রী মনামীর পথ অনুসরণ করেই দেবচন্দ্রিমা তাঁর জন্মদিন শহরের বাইরে উদযাপনের জন্য বেরিয়ে পড়লেন। বুধবার সকালে অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন তা দেখে নেটিজেনদের মনে ঝড় উঠেছে। অভিনেত্রী পরে রয়েছেন মাল্টি কালারের মনোকিনি। উন্মুক্ত কোমরের কাছে বাঁধা দড়ি। তাঁর মেদহীন ধবধবে সাদা কোমর দেখে নেট দুনিয়ার পারদ চড়ছে। কিলার পোজে দেবচন্দ্রিমা ছবি পোস্ট করতেই শোরগোল পরে গিয়েছে। এই ছবি আরও বোল্ড হয়ে উঠেছে পেছনে থাকা দৃশ্যের জন্য। যেখানে দেখা যাচ্ছে নীল সমুদ্র ও সবুজে ঘেরা পাহাড়। সব মিলিয়ে এক স্বপ্নের মতো লাগছে অভিনেত্রীকে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ