ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা অবিচার এর মাধ্যমে প্রথম ঢাকাই সিনেমায় অভিনয় করেন। দীর্ঘদিন পর আবার ও ঢাকাই সিনেমার ‘হিরো’ নামের চলচিত্রে অভিনয় করবেন। খ্যাতিমান চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু তার ফেইসবুক পোষ্টে আজ (রোববার) এতথ্য নিশ্চিত করেছেন।
আবদুল্লাহ জহির ফেইসবুক পোষ্টে লিখেন, তাঁর জীবনের উল্লেখযোগ্য দিন আজ। উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব, চলচ্চিত্র নায়ক মিঠুন চক্রবর্তী আমার লেখা ‘হিরো’ সিনেমার ন্যারেশন শুনে বলছেন, ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা তিনি করবেন।
সিনেমাটির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। তরুণ নির্মাতা কামরুজ্জামান রোমান সিনেমাটি নির্মাণ করবেন। সিনেমার শ্রেষ্ঠাংশে থাকছেন মিঠুন চক্রবর্তীসহ আরও অনেকে। বাকি তারকা নির্বাচন চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ