আকাঙ্ক্ষা দুবের মৃত্যু জটিল রহস্যের দিকে মোড় নিচ্ছে


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৯/০৩/২০২৩, ১০:১৬ পূর্বাহ্ণ /
আকাঙ্ক্ষা দুবের মৃত্যু জটিল রহস্যের দিকে মোড় নিচ্ছে

ভোজপুরী জনপ্রিয় অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃত্যু জটিল রহস্যের দিকে মোড় নিচ্ছে । মারা যাওয়ার কয়েক ঘণ্টা পরই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এমন রহস্য। এর আগে রবিবার ভারতের বারানসির কাছে সারনাথের একটি হোটেলের কক্ষ থেকে উদ্দার করা হয় অভিনেত্রী আকাঙ্ক্ষার মরদেহ।

২৫ বছর বয়সি তরুণী এই অভিনেত্রীর মৃত্যু মোটেও স্বাভাবিক নয় বলেই দাবি পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের। কারণ, এ বছরই বিশ্ব ভালোবাসা দিবসে সহ-অভিনেতা সমর সিংহের সঙ্গে সম্পর্কের কথা জানান দেন তিনি।

মৃত্যুর কয়েকঘণ্টা আগে ইনস্টা লাইভে কেঁদেছিলেন অভিনেত্রী।ভিডিওতে দেখা যাচ্ছে বিধ্বস্ত অবস্থায় রয়েছেন আকাঙ্ক্ষা, কাঁদতে দেখা যাচ্ছে তাকে। মাত্র ৪ সেকেন্ডের এই ক্লিপ টুইটারে ভাইরাল। মুখে হাত চাপা দিয়ে রয়েছেন তিনি, তার কোনো কথাই এই ভিডিওতে শোনা যাচ্ছে না। এই ইনস্টাগ্রাম লাইভের কয়েকঘণ্টা পরেই উদ্ধার হয় আকাঙ্ক্ষার মরদেহ।

রবিবার সকালেই মুক্তি পেয়েছে আকাঙ্ক্ষার নতুন মিউজিক ভিডিও, শনিবারও ইনস্টাগ্রামে কোমর দুলিয়ে নাচ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর রবিবার বেলা গড়াতেই উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। এই মৃত্যু ঘিরে দানা বাঁধছে একাধিক রহস্য। আকাঙ্ক্ষার মৃত্যুকে আপতত দৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

তরুণ অভিনেত্রীর মৃত্যুর পর থেকেই গা ঢাকা দিয়েছেন তার প্রেমিক সমর সিং। এখনো পর্যন্ত তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেনি পুলিশ। এরই মাঝে আকাঙ্ক্ষার একটি ভিডিও নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের ধারণা এটিই নাকি অভিনেত্রীর শেষ ভিডিও।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ