তেলেগু সিনেমা ‘সীতা রামম’ ছবিতে অভিনয় করে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন ম্রুণাল ঠাকুর। দক্ষিণের এই ছবি বলিউডেও দারুণ ব্যবসা করে। সিনেমাটিতে অভিনয়ের পর ম্রুণালের কদর বেড়ে যায় বহুগুণে। পরিচালক-প্রযোজকদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় অভিনেত্রীর দরজায়।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি একটি ছবি শেয়ার করেছেন- অভিনেত্রীকে দেখে উদ্বিগ্ন অনুরাগীরা। ম্রুণাল ইনস্টাগ্রাম স্টোরিজে লিখেছেন, গতকাল কঠিন ছিল। কিন্তু আজ আমি শক্তিশালী, অভিজ্ঞ এবং সুখী! প্রত্যেকেরই জীবনের গল্প থাকে, হয়ত তারা সেগুলি প্রকাশ্যে বলেন না, আমি বলছি, যাতে সেটা থেকে কেউ শিখতে পারেন।একবারে একদিন সময় নিচ্ছি! এদিনের জন্য নিষ্পাপ এবং দুর্বল হওয়া অসুবিধা নেই।
ম্রুণালকে এভাবে দেখে নানান রকম মন্তব্য করেছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘নিশ্চয় কোনওকারণে দুঃখ পেয়েছেন।’ কারোর প্রশ্ন, ‘উনি হয়ত কোনও কারণে মানসিকভাবে বিপর্যস্ত’। কারোর কথায়, ‘যাক সব ঠিক হয়ে যাবে’, কারোর মন্তব্য, ‘তিনি একজন ভাল অভিনেত্রী এবং ভাল চিত্রনাট্যের দাবিদার।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :