ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন। অভিনেত্রী রূপ-লাবণ্যে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। বর্তমানে অভিনয়ে নিয়মিত আছেন তিনি। পাশাপাশি সরব সামাজিক যোগাযোগমাধ্যমেও।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা সালোয়ার-কামিজ পরা একটি ছবি পোস্ট করেন প্রভা। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, রমজান আমাদের ধৈর্য, অধ্যবসায় এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। আসুন আমরা এই মাসজুড়ে এই ফজিলতগুলো বহন করি। এই রমজান আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসুক এবং আপনার ঈমান বৃদ্ধি করুক। রমজান মোবারক।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :